Type Here to Get Search Results !

নিরপেক্ষ নির্বাচন হয়নি, ২০২৪-এ ফল ভিন্ন হবে! বিজেপির জয়ে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

নিরপেক্ষ নির্বাচন হয়নি, ২০২৪-এ ফল ভিন্ন হবে! বিজেপির জয়ে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

 বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। বুথ ফেরত সমীক্ষা সঠিক প্রমাণ করে পাঁচের মধ্যে ৪ রাজ্যে বিজেপি ফের ক্ষমতায় এসেছে। তবে বুথ ফেরত সমীক্ষার ফলাফলের থেকে বেশি আসন নিয়ে গোয়া আর উত্তরাখণ্ডে ক্ষমতায় ফিরেছে বিজেপি।

অন্যদিকে, হাইভোল্টেজ উত্তর প্রদেশে ফের যোগী রাজ কায়েম হয়েছে। ২৭০ আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরল বিজেপি। উত্তর প্রদেশের রাজনীতির ৩৭ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও রাজনৈতিক দল দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল। অন্যদিকে, উত্তরাখণ্ডেও একই ঘটনা ঘটেছে।

পাশাপাশি, পাঞ্জাবে ব্যাপক উত্থান ঘটেছে আম আদমি পার্টির। সেখানে সবাইকে চমকে দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা হাসিল করেছে অরবিন্দ কেজরীবারের দল। ১১৭ আসনের মধ্যে ৯২ আসনে আধিপত্য বিস্তার করেছে তাঁরা। পাঞ্জাবের প্রাক্তন সব মুখ্যমন্ত্রীই আম আদমি পার্টির কাছে শোচনীয় হার হেরেছে। পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফলে এটা স্পষ্ট যে, কংগ্রেস তাদের জমি হারিয়েছে। বর্তমানে তাঁরা এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামবে।

কংগ্রেসের এই শোচনীয় অবস্থার পর রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হামিক বলেছেন, কংগ্রেসের উচিৎ তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। পাশাপাশি তিনি এও দাবি করেছেন যে, উত্তর প্রদেশে স্বচ্ছ নির্বাচন হয়নি তাই এত ভাবার কিছু নেই। ২০২৪-র নির্বাচনে ফলাফল আলাদা হবে বলে দাবি করেন ফিরহাদ হাকিম।

কংগ্রেসের হারে দুঃখ প্রকাশ করে ফিরহাদ হাকিম বলেন, ‘এত পুরনো আর এত বড় দল দুর্ভাগ্যজনক ভাবে শেষ হয়ে গেল। কংগ্রেসের উচিৎ অস্তিত্ব টিকিয়ে রাখতে তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। গান্ধীবাদ আর সুভাষবাদ নিয়ে লড়াই করব। একসঙ্গে লড়াই হবে।”


source- Bangla hunt

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.