Type Here to Get Search Results !

ভুতের মুখে রাম নাম! রাশিয়াকে অস্ত্র ফেলে আলোচনার টেবিলে বসার 'উপদেশ' তালিবান-এর

ভুতের মুখে রাম নাম! রাশিয়াকে অস্ত্র ফেলে আলোচনার টেবিলে বসার 'উপদেশ' তালিবান-এর


ইউক্রেনে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। বিনিদ্র রাত কাটাচ্ছে কিয়েভ সহ পূর্ব ইউক্রেন। পশ্চিমাংশের একাধিক এলাকায় কার্ফু জারি হয়েছে। প্রতিমুহূর্তে ঘোরালো হচ্ছে পরিস্থিতি। জানা গিয়েছে, ১৩৭ জন ইউক্রেনিয়ান সেনা নিহত, ৩১৬ জন জখম। এহেন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে উদ্বিগ্ন আফগানিস্তানের তালিবান সরকার! শুক্রবার তালিবানের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, "ইউক্রেনের পরিস্থিতির উপর নজর রাখছে আফগানিস্তান আমিরশাহী। নাগরিক মৃত্যু নিয়ে চিন্তিত আফগানিস্তানের সরকার। দু’ পক্ষকেই যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে আফগানিস্তান আমিরশাহী। কারও হিংসার পথ বেছে নেওয়া উচিত নয়। আফগানিস্তান আমিরশাহী চাইছে, হিংসার পথ এড়িয়ে সমস্যা মিটুক।"

তালিবদের দাবি, "রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে আফগানিস্তান পক্ষপাতিত্ব করবে না। আমাদের বিদেশ নীতি অনুযায়ী এক্ষেত্রেও নিরপেক্ষ অবস্থান আমাদের। আমরা চাই, হিংসার পথ ছেড়ে আলোচনার টেবিলে বসুক দুই দেশ। আলোচনার মাধ্যমেই শান্তি ফিরবে ওই দেশে।"
অন্যদেশের মতো আফগানিস্তানের পড়ুয়ারাও Ukraine -এ আটকে রয়েছেন Afghanistan -এর নাগরিকরা। Taliban -এর তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে এদিন জানানো হয়েছে, ইউক্রেনে আটকে পড়া আফগান পড়ুয়া এবং অভিবাসীদের জন্য চিন্তায় আফগানিস্তান আমিরশাহী। দু’ পক্ষকেই আফগান নাগরিকদের নিরাপত্তা প্রদানের আর্জি জানিয়েছে তালিব সরকার।
ভারতও যুদ্ধের পথ ছেড়ে শান্তির পথে হাঁটার কথা বলেছে রাশিয়াকে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন সকালে যুদ্ধ শুরু হওয়া মাত্রই ভারতের সাহায্য চেয়েছিলেন চাইলেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছিলেন তিনি। মস্কোর সঙ্গে নয়াদিল্লির 'সুসম্পর্ক' রয়েছে বলেই ওই আবেদন জানানো হয়েছিল।

বিকেল থেকেই শোনা যাচ্ছিল যে কোনও মুহূর্তে পুতিনকে ফোন করতে পারেন মোদী। ওইদিনই রাত ১১টার পর রুশ প্রেসিডেন্টকে হটলাইনে ফোন করেন PM Modi। সূত্রের খবর, আলোচনার টেবিলে বসে ইউক্রেনেপ সঙ্গে যাবতীয় সংঘাত মিটিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পুতিনকে নমোর পরামর্শ, রাশিয়া এবং NATO-র মধ্যে চলা দীর্ঘদিনের সমস্যা হিংসায় নয়, আলোচনায় মিটবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.