Type Here to Get Search Results !

তাইওয়ানের ADIZ-এ লালফৌজের বিমানের প্রবেশ, তবে কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিনও?

তাইওয়ানের ADIZ-এ লালফৌজের বিমানের প্রবেশ, তবে কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিনও?


এই মুহূর্তে গোটা বিশ্ব উদ্বিগ্ন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। এই ঘটনায় রাশিয়ার যুদ্ধনীতির সমালোচনা করেছে চিন। কিন্তু, এরই মধ্যে চিনের একটি পদক্ষেপ বারবার প্রশ্ন তুলছে, এবার কি জিংপিংয়ের নিশানায় তাইওয়ান? ফের দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি? তাইওয়ান মিডিয়ার খবর অনুযায়ী, চিনের দুটি যুদ্ধ বিমান তাইওয়ানের 'এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন' (ADIZ)-এ প্রবেশ করেছিল ২৩ ফেব্রুয়ারি বুধবার। এরপরেই পালটা রেডিওতে সতর্কবার্তা জারি করে তাইওয়ান। এছাড়াও ব্যবহার করা হয় 'এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম"। লাল ফৌজের যুদ্ধ বিমানগুলি ADIZ-এ আর প্রবেশ করছে কিনা, সেই দিকেও দেওয়া হয় বিশেষ নজর।

সেক্ষেত্রে তাইওয়ানের উপর চিন হামলা করলেও কি নীরব দর্শকের ভূমিকায় দেখা যাবে আমেরিকাকে? অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে তাইওয়ান। সংশ্লিষ্ট দেশের একজন সাংসদ Wang Ting Yu রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বলেন, "আমরা শুধু বসে বসে দেখব না একজন বড় ক্ষমতাধর দেশ প্রতিবেশী একটি ছোট দেশকে গ্রাস করছে। সকলের এই ঘটনায় এক হয়ে প্রতিবাদ করা উচিত।" উল্লেখ্য, ১৯৪৯ সালে চিন এবং তাইওয়ান আলাদা হয়। এদিকে পুতিনের থেকে বিস্তর ভিন্ন চিন্তাধারার ব্যক্তি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগেও তিনি অন্যান্য দেষ যেমন জর্জিয়ার বিরুদ্ধে সেনা ব্যবহার করেছেন। কূটনীতিবিদরা বলছেন, যুদ্ধে যাওয়ার পরিবর্তে সেনা অভিযান বাড়ানোর পক্ষে জিনপিং। সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে না হতেই আরও একটি যুদ্ধ দেখতে হবে না তো বিশ্ববাসীকে? উঠছে প্রশ্ন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.