Type Here to Get Search Results !

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ মোদী সরকার ভোট দেওয়া থেকে দূরে রইলেন

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ,  মোদী সরকার ভোট দেওয়া থেকে দূরে রইলেন


 ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত ৷ ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে একটি নিন্দা প্রস্তাব আনে ৷ সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার বিরুদ্ধে গেল না মোদি সরকার (India abstains on UNSC resolution that 'deplores' Russian aggression against Ukraine) ৷ এদিন সবার নজর ছিল ভারতের দিকে ৷ কারণ নিউদিল্লি আর মস্কোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক যথেষ্ট পোক্ত ৷ তাই নরেন্দ্র মোদি কোন পক্ষে যাবেন, তা নিয়ে কৌতূহল ছিল বাকি রাষ্ট্রগুলির ৷ যদিও রাশিয়া ভেটো প্রয়োগে প্রস্তাব খারিজ হয়ে যায় ৷

এনিয়ে উচ্ছ্বসিত টুইট করে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলিদিমির জেলেনস্কি জানিয়েছেন, "আমি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির কাছে কৃতজ্ঞ ৷ যাঁরা এই আক্রমণ বন্ধের জন্য ভোট দিয়েছেন ৷" রাশিয়ার ভেটোকে তিনি নিরাপত্তা পরিষদ, ইউরোপের মানচিত্রে "রক্তাক্ত ক্ষত" বলে উল্লেখ করেন ৷ অনুরোধ করেন, যেন যুদ্ধ-বিরোধী গোষ্ঠী শীঘ্র পদক্ষেপ করে ৷ আরেকটি টুইট করে তিনি লেখেন, "নিরাপত্তা পরিষদের যে সাড়া মিলেছে, তাতে প্রমাণিত যে দুনিয়া আমাদের সঙ্গে, সত্য আমাদের সঙ্গে ৷ আমাদেরই জয় হবে ৷"

তবে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) আনা ভেটো খারিজ হয়ে গিয়েছে ৷ এই পরিষদে 15টি সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে অন্যতম স্থায়ী সদস্য রাশিয়ার ভেটোর বিরুদ্ধে ভোট দিয়েছে ৷ ভারত, চিন আর আরব আমিরশাহী ভোট দেয়নি ৷ বাকি 11টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.