Type Here to Get Search Results !

ইউক্রেনকে সাইবার দুনিয়ায় সাহায্য করতে এগিয়ে এলেন ইলন মাস্ক, দেখুন কিভাবে সাহায্য করবেন !

ইউক্রেনকে সাইবার দুনিয়ায় সাহায্য করতে এগিয়ে এলেন ইলন মাস্ক, দেখুন কিভাবে সাহায্য করবেন !


ইউক্রেনে ইন্টারনেট পরিষেবা সচল রাখবে Elon Musk এর সংস্থা Starlink। শনিবার একটি টুইট করে এই কথা জানিয়েছেন স্বয়ং মাস্ক। সেনা অভিযানের শুরু থেকেই সাইবার হানাও শুরু করে রাশিয়া। ইউক্রেন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হামলা চালানো হয়। বিভিন্ন সাইবার সিকিউরিটি সংস্থা এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানায়, ওই হামলার পিছনে রাশিয়া রয়েছে। এছাড়াও ইউক্রেনের একাধিক এলাকার ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়। আর তারপরেই ইউক্রেনকে সাইবার দুনিয়ায় সাহায্য করতে এগিয়ে এসেছে Elon Musk।

ওই টুইটের মাধ্যমে জানা গেছে, ইউক্রেনে স্যাটেলাইট পরিষেবা সচল রাখার জন্য সবরকম চেষ্টা করবে Starlink। এবং তার জন্য যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। নিজের করা টুইটে মাস্ক লিখেছেন, "ইউক্রেনে Starlink পরিষেবা চালু করা হয়েছে। অনেক টার্মিনালস এনরুট করা হচ্ছে।"

যদিও নিজে থেকে এই টুইট করেননি ইলন মাস্ক। 26 ফেব্রুয়ারি ইউক্রেন সরকারের তরফে সরাসরি ইলন মাস্ককে ট্যাগ করে একটি টুইট করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, ইউক্রেনবাসীদের জন্য স্টারলিঙ্ক স্টেশন তৈরি করে ইন্টারনেট পরিষেবা চালু করা দরকার।ইউক্রেনে হামলার দিন থেকেই প্রযুক্তিগত দিক থেকে একের পর এক হামলা করে চলেছে রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিভিন্ন মোবাইল টাওয়ার সহ বিভিন্ন সামগ্রী পুরোপুরি নষ্ট হয়েছে। এর ফলে ইউক্রেনের গ্রামীণ এলাকায় যে সব বাসিন্দারা রয়েছেন তাঁদের পক্ষে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমনকী, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ফাইবার অপটিকস দিয়ে ইন্টারনেট পরিষেবা চালু না হওয়ায় সেই সেই সব এলাকাগুলির কোনও ছবি সামনে আসছে না।

আর সেকারণে Starlink এর কাছে আবেদন করা হয় যেন অতি দ্রুত স্যাটেলাইট পরিষেবা চালু করা হয়। সেইমতো শনিবার টুইট করে Elon Musk জানান এবার ইউক্রেনে Starlink পরিষেবা অ্যাকটিভ করা হয়েছে। যত দিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। সেনা অভিযান বন্ধ করার বিষয়ে এখনও কোনও পদক্ষেপই নেওয়া হয়নি রাশিয়ার তরফে।ইউক্রেনের তরফে একটি টুইট করে দাবি তোলা হয়েছে, দ্রুত টুইটার থেকে নিষিদ্ধ করা হোক রাশিয়ার অ্যাকাউন্ট।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.